Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বড় ঘোষণা রাজ্যের


লক ডাউনের জেরে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল মন্ত্রক রাজ্যকে 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেন দিতে চাইলেও রাজ্য সরকারের তরফে সহযোগিতা করা হচ্ছে না বলেও অভিযোগ করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যের ভূমিকা দিয়ে প্রশ্ন তুলেছেন। বহুবার পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন অধীর চৌধুরি। সিপিএমও একাধিকবার পরিযায়ীদের ফেরানোর দাবি তুলেছে। এর মাঝেই বড় ঘোষণা করলো রাজ্য সরকার। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব খরচ বহন করবে রাজ্য সরকার। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রেল মন্ত্রীকে এই সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়েছে বলেই খবর। 

শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানান,'পরিযায়ী শ্রমিকদের পরিশ্রমকে আমি কুর্নিশ জানাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। কোনও পরিযায়ী শ্রমিককে খরচ বহন করতে হবে না।'

Ad Code