মৃগাঙ্ক সরকার,১ লা মে ' ২০২০ কোচবিহার: ১লা মে ঐতিহাসিক মে দিবস । ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক কাজের সময় অনাধিক আট ঘন্টা, ন্যায্য মজুরি এবং সুরক্ষা-র দাবীতে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত করেন এবং দাবী আদায়ে শহীদ হন।

করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝেও ঐতিহাসিক মে দিবস কে ভোলেনি SUCI (C)। আজ মহান মে দিবস পালিত হলো S U C l (C) দলের দিনহাটা লোকাল কমিটির কার্যালয়ে। দলের পক্ষ থেকে শহীদ বেদীতে মাল্যদান ও শ্রমিক শ্রেণীর সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন দলের লোকাল কমিটির সম্পাদক প্রদীপ রায়, অসিত বরণ দে, আজিজুল হক সহ প্রমুখ । দলের কর্মীরা আজকের দিনটির তাৎপর্য তুলে ধরেন। সেইসাথে কেন্দ্র সরকারের কারখানায় একই পারিশ্রমিকে শ্রম সময় ৮ঘণ্টা থেকে ১২ ঘণ্টা করার ঘৃণ্য প্রচেষ্টাকে ধিক্কার জানায় এবং শ্রমের সঠিক মজুরির দাবি তুলে আন্দোলনের পথে অবিচল থাকার শপথ গ্রহণ করে সকলেই।