Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০০ টাকার কম Recharge-এ দুমাসের বিশেষ সুবিধা আনল Vodafone!


১০০ টাকার কম Recharge-এ দুমাসের বিশেষ সুবিধা আনল vodafone

টেলিকম সংস্থাগুলির মধ্যে একটি বিশেষ সংস্থার নাম হলো Vodafone। এই সংস্থা বিভিন্ন সময়ে গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন প্ল্যান নিয়ে আসে আবার সেই সাথেই পুরনো কিছু প্ল্যানকেও সংস্করণ করে থাকে। তারা এবার ৯৫ টাকার প্ল্যানটিকে সংস্করণ করে পুরনো ২৮ দিনের বৈধতার পরিবর্তে ৫৬ দিনের জন্য উপলব্ধ করেছে। প্ল্যানটির অধীনে গ্রাহকেরা পাবেন, ৭৪ টাকা টকটাইম + প্রতি সেকেন্ড লোকাল ও এসটিডি কল ২.৫ পয়সা + ২০০ এমবি ডেটা।

যদিও এই প্ল্যানে আগে ৫০০ এমবি ডেটা পেতেন গ্রাহকেরা তবে বৈধতা বাড়ানোর সাথে সাথে ডেটা সুবিধা কম করা হয়েছে। এই প্রিপেইড প্ল্যানটির মাধ্যমে গ্রাহকেরা তাদের নাম্বারটি ব্যয়বহুল রিচার্জ প্ল্যান ছাড়াই বেশিদিন পর্যন্ত সক্রিয় রাখতে পারবেন। তবে লক্ষণীয় ব্যাপার হলো এই প্ল্যানটি আপাতত কিছু নির্বাচিত সার্কেলের জন্যই উপলব্ধ।

এছাড়া ভোডাফোনের আরও একটি সস্তার প্ল্যান পাওয়া যাচ্ছে ১২৯ টাকায়। যার মধ্যে পাওয়া যাবে ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস এবং আনলিমিটেড কল। বৈধতা ২৪ দিন। শুধু তাই নয় আরও কয়েকটি দুর্দান্ত প্ল্যান পাওয়া যাচ্ছে ৩৯, ৪৯ ও ৭৯ টাকায়।

News Credit: Bharatbarta

Ad Code