আপনি কি শেয়ার মার্কেটে লসে আছেন 

শেয়ার বাজারে 80% মানুষ ফেল কারণ এরা ভালো সাপোর্ট পায়না, যুক্তি পরমার্শ করে না, নিয়মিত সংবাদ রাখে না, আর লোভ সামলাতে পারে না, একটা কথা মনে রাখবেন share Market এ যারা ব্যাবসা করেন 50% মানুষ Business Management Training প্রাপ্ত তাদের পকেটের টাকা আপনার পকেটে আনতে হবে, অনেকে ভাবে এক দম সহজ কিন্তুু No Never, এটা একটি মহা সাগর যার কোনো সময়, সীমা, কিনারা নেই এটা মনে রাখবেন। মার্কেটে টাকা আপনার কেও নেবেনা, প্রয়োজন হলে এক দিন ব্যাবসা করবেন না বসে থেকে মার্কেট দেখবেন তাও ভালো, কোনো লস নেই, তাতে মার্কেটে আপনার টাকা আপনার থাকবে, আজ হয় নি কালকে হবে, কিন্তুু এমন না হয় যেন আপনার টাকা আপনার কাছ থেকে চলে যায়, এটা মাথায় রাখবেন ।

ভালো করে মার্কেট দেখুন, প্রয়োজন পরলে ভালো সার্ভিস গাইডলাইন নিন, তার পর জিনিস পর্যবেক্ষণ শুরু করুন, দেখুন আপনি নিজে এক দিন লস করলেন 5000/- হাজার টাকা তার পর আবার রিকোভার করার জন্য আবার লস করলেন তা হলে এই ভাবে 2 দিন 4 দিন করলে টোটাল লসে পরিণত করবেন তাই ভালো সার্ভিস গাইডলাইন নিন।  আপনি ভেবে দেখুন আপনি একবার সার্ভিস গাইড নিলে 365 দিন সেভ থাকবেন। না হলে রেগুলার নিজে লস করবেন ।

তাই আর দেড়ি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা দেবো শেয়ার মার্কেটের সেরা সার্ভিস গাইডলাইন। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের সাথে-

Feel Free To Talk at WhatsApp Now
https://wa.me/+918686864257

Si LOVELY No.1 Service in india
Customer Care : +91 9635313157
Head Office : +91 8686864257
Email ID : support@SiLOVELY.com





বিজ্ঞাপনে প্রচারিত কোন তথ্যের সত্যতা আমরা যাচাই করিনি।