একদিকে করোনা সংক্রমনের জেরে দেশ জুড়ে লক ডাউন। ঘরবন্দি মানুষ। সামান্য গরম পড়েছে। এর মাঝেই বুধবার সন্ধ্যায় শিলাবৃষ্টি হল কোচবিহারের বেশ কিছু এলাকায়।
সন্ধ্যে থেকেই আকাশে শুরু হয় মেঘের ঘনঘটা। মেঘের খেলার সাথে সাথে গর্জন। তারপরেই স্বস্থির বৃষ্টি কিন্তু মাঝেই শুরু হয় গুড়ি গুড়ি পাথর। নাজিরহাট, শালমারা, বলরামপুর, বাসন্তীরহাট, নিগমনগর সহ বিভিন্ন এলাকায় এদিন শিলাবৃষ্টি হয়।
এর জেরেই ক্ষতিগ্রস্থ কৃষকদের আবাদও। ভুট্টা, পাট, ধান সহ সহ সবজি চাষের ব্যাপক ক্ষতি হয় বলে খবর। সাথে সাথে কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থের খবর পাওয়া গেছে। এমনকি রক্ষে হয়নি গাছেরও। গাছ পড়ে দিনহাটা- সাহেবগঞ্জ মূল সড়ক বন্ধ হয়ে পড়ে আছে বলেও জানা গেছে। পরে, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গাছটিকে রাস্তা থেকে সরানো হয়।
বিস্তারিত আসছে....
Social Plugin