Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিরোধী দল গুলোর সাথে বৈঠকে লক ডাউন বাড়ানোর ইঙ্গিত মোদীর

pic source: ANI 
করোনা মোকাবিলায় ২১ দিনের লক ডাউন চলছে দেশে। এর মাঝেই বুধবার বিরোধী রাজনৈতিক দল গুলির সঙ্গে বৈঠক করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠক হয়। লক ডাউন বৃদ্ধি হতে পারে বলে প্রধানমন্ত্রী সাফ ইঙ্গিত দেন এই বৈঠকে। 

এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ, শিব সেনা নেতা সঞ্জয় রানাউত, বিজেডি নেতা পিনাকী মিশ্র, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব সহ আরও অনেকে। এদিন তৃনমূলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

জানা গেছে, লক ডাউন বৃদ্ধি, করোনা সংক্রমণ রুখতে পদক্ষেপসহ অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। সাথে সাথে সংসদ তহবিল বাতিল করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করে একাধিক বিরোধী দল। MPLAD এর টাকা সরাসরি রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবিও জানায়। 

তবে, ১৪ই এপ্রিল লক ডাউন উঠছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গেছে। 

১৪ই এপ্রিল লক ডাউন উঠুক বা না উঠুক আরও অন্তত চার সপ্তাহ বা এক মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, ধর্মীয় অনুষ্ঠানএর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হতে পারে। করোনা ভাইরাস নিয়ে গঠিত বিশেষ মন্ত্রীগোষ্ঠী এই দাবিই করছেন। এখন সিদ্ধান্তের অপেক্ষায়। 

Ad Code