Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার কবলে প্রয়াত পদ্মশ্রী বিজেতা

pic source: surya samachar

রোনার কবলে প্রয়াত শিখ ধর্মীয় সঙ্গীতশিল্পী নির্মল সিং। স্বর্ণ মন্দিরে প্রাক্তন ‘হাজুরী রাগী’ ছিলেন তিনি। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। গুরবানির ৩১ রাগে বিশেষ পারদর্শ ছিলেন তিনি।

বৃহস্পতিবার ভোর ৪ টে ৩০ মিনিটে অমৃতসরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পঞ্জাবের বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ মুখ্য সচিব কেবিএস সিধু জানিয়েছেন, ব্রোণিক্যাল আস্থামা থাকায় শঙ্কটজনক ছিল তাঁর অবস্থা।

গত মাসে তিনি বিদেশ থেকে ফিরেছিলেন। তখন থেকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল ও ছিল আচ্ছন্নভাবও। বিপদ আশঙ্কা করে গত ৩০ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। 

সূত্রের খবর, হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি দিল্লি, চণ্ডীগড়ে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গত ১৯ মার্চ চণ্ডীগড়ে পরিবারের সদস্যদের সঙ্গে কীর্তনেও যোগ দিয়েছিলেন তিনি। 

জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে দুই মেয়ে, ছেলে, স্ত্রী ও তাঁদের গাড়িচালকও ছিলেন। তাঁদেরকেও স্বেচ্ছায় ঘরবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

এছাড়াও নির্মল সিং আর কাদের সংস্পর্শে এসেছিলেন, তা চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। 

Ad Code