Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 বিশ্বকাপ নিয়ে আশার কথা শোনালো ICC

pic source: india today
করোনা ভাইরাসের প্রকোপের জেরে স্থগিত হয়ে বহু আন্তর্জাতিক খেলা। ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিক পিছিয়ে গিয়েছে একবছর করে। আস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দানা বাঁধছে ক্রিকেটপ্রেমীদের মনে। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। এদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আইসিসি-র এক্সিকিউটিভ কমিটির মিটিং সূচি মেনেই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করতে তৎপর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

বৃহস্পতিবার কনফারেন্স কলে আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটির বৈঠক আইসিসি-র ১২টি পূর্ণ সদস্য দেশ এবং তিনটি অ্যাসোসিয়েট সদস্য দেশের সিইও রা সকলেই কোভিড-১৯ এর বিরুদ্ধে একযোগে লড়াই করার ব্যাপারে উদ্যোগী হন। বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২১ সালের আইসিসি ওমেনস বিশ্বকাপ সূচি মেনেই হওয়ার প্রস্তুতির কাজ চলছে বলেই জানা গেছে। যদিও পরবর্তী দিন গুলো নির্ভর করছে পরিস্থিতির ওপর। এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে স্থানীয় আয়োজক কমিটি। সবদিক বিবেচনা করে অগাস্ট মাসে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Ad Code