লক ডাউনে রাজ্য সরকারকে একের পর এক বিঁধেই চলছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনেকড়। প্রশ্ন তুলেছেন করোনা মোকাবিলায় রাজ্যপুলিশের ভূমিকা নিয়েও। লকডাউন সফল করতে রাজ্য পুলিশ ব্যর্থ বলে প্যারা মিলিটারি ফোর্সের দাবিও জানিয়েছিলেন তিনি। পালটা তোপ দাগায় টুইটবার্তায় মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া না দিয়ে এই পরিস্থিতিতে শুধু কাজ করার পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল। শনিবার ফের টুইট করে আবারও একবার রাজ্যেকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। এদিন রেশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। 

শনিবার রাজ্যপাল টুইট করে বলেন,'রেশনিং ব্যবস্থার দুর্নীতি নিয়ে চিন্তিত আছি। এই দুর্নীতি ক্রমশই বড় হয়ে যাচ্ছে। রেশনিং ব্যবস্থাকে কোনও রাজনৈতিক দলের দখল করা একটা অপরাধ। গরিবদের জন্য রেশন ব্যবস্থা ফ্রি করা হয়েছে। রেশন ব্যবস্থা নিয়ে কালোবাজারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর।'

তিনি আরও বলেছেন, 'ময়দানে নেমে একত্রিত হয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে হবে, মিডিয়ায় নয়। এটা রাজনীতির সময় নয়।' 

অন্যদিকে, মুখ্যমন্ত্রী রাস্তায় বেরোলেই বিরোধীদের একাংশ মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে লকডাউন ভাঙছেন বলে দাবি করেন।