Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝড়ে ক্ষতিগ্রস্তদের পলিথিন বিলি


    বুধবার রাতের মিনিট খানেকের ঘূর্ণিঝড় রীতিমতো তান্ডব চালিয়েছে দিনহাটার নিগমনগর বাজার সংলগ্ন কিছু জায়গায়। ঘূর্ণিঝড়ের তীব্রতায় কোমর মুচড়ে পড়ে বড়ো বড়ো বেশকিছু গাছ। ফলে অনেক ঘরবাড়ি ভেঙে যায়। অনেক ঘরের টিনের চাল উড়ে অন্যত্র গিয়ে পড়েছে।
   
     ঝড়ের পরদিন সকালেই পরিস্থিতি পর্যবেক্ষনে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্রী কেশব নাহা , শ্রী সন্তোষ কুমার বর্মন  ও  বিধায়ক শ্রী উদয়ন গুহ ।

প্রতিটি বাড়ি পর্যবেক্ষন করে সাহায্যের আশ্বাস দিয়ে যান। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় বিডিও অফিস থেকে পলিথিনের জোগাড় করে দুপুরের মধ্যেই দূর্গতদের মধ্যে বিতরণ করা হয়।

পঞ্চায়েত সদস্য কেশব নাহা মহাশয় নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পলিথিন তুলে দেন।

Ad Code