Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার বিডিও'র দ্বারস্থ লকডাউনে অসহায় গৃহশিক্ষকরা

করোনা দুর্বিপাকে ভয়ঙ্কর সঙ্কটে রাজ্যের কয়েক লক্ষ গৃহশিক্ষক। লকডাউনের ফলে গৃহশিক্ষকতা বন্ধ। আর তার ফলেই তাদের জীবনের দৈনন্দিন সঙ্কট ও অনিশ্চয়তা বেড়ে গেছে বহুগুণ।

বর্তমান সঙ্কটে দিশেহারা বাংলার সব জেলার লক্ষ লক্ষ গৃহশিক্ষক। তারা না পারছেন ত্রাণের জন্য তদবির করে লাইনে দাঁড়াতে, না পারছেন কোনো সঞ্চয় ভাঙিয়ে খেতে। অনেকের শেষ সম্বলটুকুও নিঃশেষিত। 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



আজ কোচবিহার জেলার সাহেবগঞ্জ অঞ্চল প্রাইভেট টিউটর অ্যাসোশিয়েশনের বিডিও'র কাছে আবেদন জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- "বর্তমানে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বের সংগে ভারত তথা পশ্চিমবংগেও লক ডাউন চলছে। এমতাবস্থায় লক ডাউনের কারনে আমরা কোন রূপেই টিউশন পড়াতে পারছি না। আমরা অত্যন্ত আর্থিক সংকটের মুখোমুখি।"

তাই তাদের দাবী- করোনা মহামারী চলাকালীন অবস্থায় তাদের আর্থিক অনুদানের ব্যবস্থা।

বিস্তারিত ভিডিওতে-

Ad Code