সুরশ্রী রায় চৌধুরীঃ
করোনা সংক্রমণ এর জন্য চলছে দীর্ঘ লক ডাউন সাধারণ মানুষকে সুস্থ রাখার জন্য ডাক্তার, নার্স, সাফাই কর্মী, পুলিশ রাত দিন আতঙ্ক মাথায় নিয়ে নিজেদের দায়িত্ব বহন করে চলেছেন। যে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী,পুলিসরা সব ভয় কে তোয়াক্কা না করে আমাদের সুস্থ রাখার জন্য নিরলস প্রচেষ্টা করে চলেছেন তাদের সেফটির প্রথম পদক্ষেপ নিলো ওড়িশা সরকার।
কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়তে গিয়ে আক্রান্ত হয়ে যে স্বাস্থ পরিষেবার সদস্যদের মৃত্যু হয়েছে তাদের সবাইকে ওড়িশা সরকার শহীদের সম্মান দেব।
ওই কর্মীদের শেষকৃত্যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেবে ওড়িশা সরকার। পরিবার পিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও দেবে । চিকিৎসা পরিসেবা ও অন্যান্য জরুরি পরিসেবা সঙ্গে যুক্ত কর্মীদের পরিবার তাদের অবসর দিন পর্যন্ত পুরো বেতন পাবেন ।
নবীন পট্টনায়ক করা নির্দেশ দিয়েছেন সমাজিক কর্মীদের উপর কোনো রকম অসম্মান বা হামলা হলে কড়া পদক্ষেপ নেবে সরকার।
ওই কর্মীদের শেষকৃত্যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেবে ওড়িশা সরকার। পরিবার পিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও দেবে । চিকিৎসা পরিসেবা ও অন্যান্য জরুরি পরিসেবা সঙ্গে যুক্ত কর্মীদের পরিবার তাদের অবসর দিন পর্যন্ত পুরো বেতন পাবেন ।
নবীন পট্টনায়ক করা নির্দেশ দিয়েছেন সমাজিক কর্মীদের উপর কোনো রকম অসম্মান বা হামলা হলে কড়া পদক্ষেপ নেবে সরকার।
Any act against them is an act against the State & any act that will disturb or dishonor their work will attract strict criminal action including the provisions of NSA. The 4.5 Cr people of #Odisha and the State stand solidly behind our #Covid19 Warriors.#OdishaFightsCorona— Naveen Patnaik (@Naveen_Odisha) April 21, 2020
Social Plugin