Tripura witnessed it’s first marriage after the couple was granted permission from the administration.

দেশজুড়ে করোনার আবহে জারি হয়েছে লকডাউন। যেখানে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না সেখানে আনন্দ-উৎসব, বিয়ে এসব তো দূরের কথা। যদিও লকডাউনের মধ্যেই প্রথম বিয়ের সাক্ষী থাকলো দক্ষিণী রাজ্য কেরল।


সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া দিল্লির সানি সূত্রধর এবং সাঁতারু প্রশিক্ষক শুভ্রা শীল ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের পরিবারও এই সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে মত দেয়। কিন্তু বাঁধ সাধে করোনার জেরে হওয়া লকডাউন। কিন্তু লকডাউন সাথে সাথে দিল্লিতে উভয়কেই কাজে যোগ দিতে হবে জন্য প্রশাসনের কাছে বিয়ের অনুমতি চেয়েছিল বরপক্ষ। সেই অনুমতি পেয়েই উভয়পক্ষের মাত্র ২০ জন আমন্ত্রিতের উপস্থিতিতে মাত্র দু'দিনেই বিয়ের অনুষ্ঠান শেষ করে তারা।


মহকুমা শাসক অনিরুদ্ধ রায় বলেন,'বিয়ের জন্য তাদেরকে সাতটি বিধিনিষেধ দেওয়া হয়েছিল। তারা প্রথাগত নিয়ম ব্যতীত অন্য কোনো অনুষ্ঠান করতে পারবে না। উভয়পক্ষ মিলিয়ে সর্বোচ্চ নিমন্ত্রিত হবে ২০ জন। মাস্ক পরিহিত গাড়ির চালক নিরাপদ দূরত্ব মেনে কেবলমাত্র একজন যাত্রীই বহন করতে পারবে। তারা আমাদের দেওয়া সব নিয়মকানুন মেনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে।'