Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৌরসভার সাফাই কর্মীদের সন্মান প্রদান করলেন চিকিৎসক



সারা দেশে চলছে লক ডাউন, কিছু ক্ষেত্রে লক ডাউন আজ থেকে শিথিল হলেও এখুনি জনজীবন স্বাভাবিক হচ্ছে না। গ্রামীণ এলাকায় সামাজিক দুরুত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।  কিন্তু এই লক ডাউন থাকাকালীন যাদের কাজ করে যেতে হয়েছে সমাজের জন্য তাঁদের সন্মান জানালেন দিনহাটা মহকুমার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল।  

এর আগে তিনি ছিটমহল বাসী, দুঃস্থ হরিজন শিশু, অসহায় দিন মজুর সবার পাশেই দাঁড়িয়েছেন।  এই করোনা মহামারীতে সমাজকে রক্ষা করার জন্য যারা দিনরাত্রি পথে থেকে কাজ করছে পুলিশের সিভিক ভলেন্টিয়ারদেরও এর আগে সন্মান ও উৎসাহ প্রদান করেছে।

এবার তিনি এগিয়ে এলেন দিনহাটা পৌর এলাকা যারা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেরকম ১৩০ জনের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী।  চিকিৎসকের উদ্যোগে সামিল হন দিনহাটা পৌরসভার প্রতিনিধি বাপি গোস্বামী, পার্থ চক্রবর্তী, শিবু শর্মা, অজয় মন্ডল প্রমুখ।  

চিকিৎসক অজয় মণ্ডল জানান - যারা আমাদের সমাজকে পরিষ্কার পরিছন্ন রাখেন তাঁদের সন্মান করা  আমাদের সবার কর্তব্য, সবারই উচিত এনাদের সাহায্য করা, এদের কাজে উৎসাহ প্রদান করা, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।  চিকিৎসকের এই মহতী উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে দিনহাটাবাসী।। 

Ad Code