Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখোমুখি বাইক ও স্কুটি সংঘর্ষ- গুরুতর আহত ১




বড়শাকদল অঞ্চলের কাশিমবাজার নিকটবর্তী অঞ্চলে আজ ঘটে গেল এক মর্মান্তিক বাইক দুর্ঘটনা। 


স্হানীয় সূত্রে খবর একটি স্কুটি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 


দুর্ঘটনাগ্রস্থ বাইক চালক মারাত্মক আহত হয়।


ঘটনা স্হলে তৎক্ষণাৎ পুলিশ পৌছায় এবং আহতকে দিনহাটা হাসপাতালে নিয়ে যায়।


এর আগেও এই একই স্হানে একটি মর্মান্তিক অটো দুর্ঘটনা ঘটে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে- 
https://www.facebook.com/sangbadekalavya/

Ad Code