credit: voa-bangla

সারা বিশ্বে যখন চলছে করোনা মহামারি তখন ভারতীয় উপমহাদেশের জন্য একটু হলেও স্বস্তির খবর শোনালো নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ অফ অস্টিওপ্যাটিক মেডিসিন l 

তাঁদের গবেষণায় উঠে এসেছে যে সমস্ত দেশে বি সি জি এর টিকা দেওয়া হয়ে থাকে সেসব দেশে আটকানো যেতে পারে করোনাকে l 

ইতালি, নেদারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র,ফ্রান্স এইসব দেশে বি সি জি টিকা করণ হয় না বলে সেখানে আক্রান্তের সংখ্যা বেশি বলে গবেষক দলের দাবী l কী এই BCG ভ্যাকসিন, এটি হল ব্যাসিলাস ক্যালমেট গুউরিন যা যক্ষার প্রতিষেধক l 

ভারতের প্রত্যেক শিশুকেই এই টিকা দেওয়া হয়ে থাকে l তবে এই গবেষণা নিয়ে দ্বিমত আছে - অনেক গবেষক বলছেন চীনে ও ইরানে এই টিকা দেওয়া হয়ে থাকে তবুও তাঁদের দেশে আক্রান্ত অনেক বেশি l এর উত্তর হিসেবে উঠে আসে চীন ও ইরানে ১৯৮৪ সালের পরে এটি চালু হয়েছে l