Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনকে উপেক্ষা করেই দেদার ভীড় ব্যাঙ্কের গ্রাহকদের


SER-23, বাঁকুড়াঃ

করোনার বিরুদ্ধে দেশজুড়ে চলছে প্রাণপণ লড়াই , আর  এই লড়াইয়ে অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে ভারত । লকডাউনই হল করোনা নিধনের প্রধান অস্ত্র ,  এধারণা নিয়েই দেশজুড়ে চলছে ,  সরকারী তরফে ঘোষিত হওয়া লকডাউন ।গতকাল ছিল এই লকডাউনের ২১তম দিন অর্থাৎ শেষ দিন ।  এদিন প্রধানমন্ত্রী জাতির উদ্যেশ্যে এক ভাষণ রাখেন এবং ৩রা মে পর্যন্ত  লকডাউনকে বর্ধিত করার ঘোষণা করেন ।লকডাউন ও সামাজিক দূরত্ব রক্ষাকে বুড়ো আঙুল দেখিয়েই টাকা তুলতে ব্যস্ত ব্যাঙ্কের গ্রাহকরা । 

 বাঁকুড়া-রানীগঞ্জ   ৬০নম্বর জাতীয় সড়কস্থিত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের দুর্লভপুর শাখায় অসংখ্য গ্রাহকে টাকা তোলার লাইনে দাঁড়াতে দেখাগেল আজ । লকডাউন ও সামাজিক দূরত্ব রক্ষাকে উপেক্ষা করেই তারা লাইনে দাঁড়াতে শুরু করে । তাদের মধ্যে অনেকের অ্যাকাউন্টে ডুকেছে , প্রধানমন্ত্রী জনধন যোজনা বা প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার টাকা । এই টাকা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক থেকে না তুললে আবার ফেরত চলে যাবে , এই আতঙ্ক নিয়েই টাকা তুলতে গ্রাহকরা ভীড় জমায় ব্যাঙ্কে । 

স্থানীয়দের দাবী ,  ব্যাঙ্ক গুলিতে যেন  প্রশাসন নজরদারি চালায় , যেন গ্রাহকরা যেন  সামাজিক দূরত্ব মেনে চলে তার ব্যবস্থা করা ।

Ad Code