গোটা দেশে এখন lock down চলছে। কিছু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। আবার কেউ সব কিছুকে তোয়াক্কা না করে ছুটির আমেজ কাটাচ্ছে। ব্যাগ ভর্তি বাজার থেকে চায়ের দোকানে জটলা সবই চলছে নির্দ্বিধায়।কোনো নিয়মের বিন্দুমাত্র তোয়াক্কা ও করছেন না কিছু মানুষ। মানুষের এই বেপরোয়া মনোভাব হাওড়ায় বালী বেলুড় লিলুয়া এলাকায় আতঙ্ক চড়াচ্ছিল। অবশেষে মানুষের বেপরোয়া মনোভাবকে রুখতে ১৪৪ ধারা চালু হয়েছে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে বলছেন । তার সাথে বার্তা দিচ্ছেন "ভীত সন্ত্রস্ত হবেন না সতর্ক থাকুন।" আর মানুষের মনের ভয় কে দূর করতে মাননীয়া বৈশালী ডালমিয়া (বিধায়ক-বালী) উদ্যোগ নিয়ে বালীর সকল মানুষকে সুস্থ রাখার জন্য বালীর প্রত্যেকটা ওয়ার্ড যাতে জীবানুমুক্ত হয় তার জন্য স্যানিটাইজ এর মাধ্যমে জীবাণুমুক্ত করার কাজ শুরু করে দিয়েছেন।
বেলুড় হসপিতাল সহ বালীর প্রত্যেক টা ওয়ার্ডে স্যানিটাইজএর মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে। মাননীয়া বিধায়ক বালীর মানুষ দের আস্বস্ত করে বলেছেন-একদিনে প্রত্যেকটা ওয়ার্ড জীবাণুমুক্ত করা সম্ভব নয়। আপনারা ভয় পাবেননা বালীর প্রত্যেকটা ওয়ার্ডকেই জীবাণুমুক্ত করা হবে এটাই বিধায়ক বৈশালী ডালমিয়ার প্রতিশ্রুতি।
শুধু একবার নয় বালী যেন সবসময় জীবানুমুক্ত থাকে তার জন্য বৈশালী ডালমিয়া খুব তাড়াতাড়ি দুটো স্যানিটাইজ মেশিন কিনবেন বলে জানিয়েছেন।
Social Plugin