SBI is offering the cheapest loan in just 45 minutes, 6 months EMI is not even required

SBI লকডাউনের কারণে বেতনে কাটছাঁট আর ব্যবসায়ে প্রভাবের কথা মাথায় রেখে গ্রাহকদের জন্য এই স্কিম লঞ্চ করেছে। এই এমার্জেন্সি লোন শুধু SBI গ্রাহকদের জন্যই। ব্যাংক জানিয়েছে যে, লোন নেওয়া গ্রাহকদের ছয় মাস কোন কিস্তি দেওয়ার দরকার নেই। EMI ছয় মাস পর থেকে শুরু হবে।


আবেদন করবেন কীভাবে?

  • গ্রাহকদের নিজের রেজিস্টার নাম্বার দিয়ে PAYPL ( অ্যাকাউন্ট নাম্বারের শেষ চার সংখ্যা) লিখে 567676 ম্যাসেজ পাঠাতে হবে।
  • ম্যাসেজের মাধ্যমেই বলে দেওয়া হবে যে, আপনি এই লোন পাওয়ার যোগ্য কি না।
  • যোগ্য গ্রাহকদের চারটি প্রসেসে লোন দেওয়া হবে।
  • এসবিআই এর অ্যাপে Avail Now এ ক্লিক করুন।
  • এরপর সময়সীমা আর টাকার অঙ্ক বেছে নিন।
  • রেজিস্টার নাম্বারে OTP আসবে, সেটা এন্টার করলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

অথবা ওয়েবসাইটে গিয়ে APPLY করুন-



news source: link