Latest News

6/recent/ticker-posts

Ad Code

Social Distancing না মানায় অঙ্কুশ খেলো ঝাটার বাড়ি!

credit: muchfeed

করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সরকার থেকে চিকিৎসক বারে বারেই সামাজিক দূরত্ব বজার রাখার কথা বলে আসছেন জনসাধারণকে। কিন্তু কে শোনে কার কথা। গৃহবন্দী অঙ্কুশ রোম্যান্টিক মুডে প্রেমিকা ঐন্দ্রিলাকে ইম্প্রেস করতে চেয়েছিলও-ভাঙতে চেয়েছিল social distance । আর তারপরেই প্রেমিকার ঝাটার বাড়ি জুটলো। 

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেল এমনই দৃশ্য। রোম্যান্টিক মুডে, গান গাইতে গাইতে প্রেমিকা ঐন্দ্রিলার দিকে এগিয়ে গিয়েছিলেন অঙ্কুশ। ভেবেছিলেন ঐন্দ্রিলাও সাড়া দেবেন তাঁর ডাকে। কিন্তু ফল হল ঠিক উল্টো। ঝাঁটা নিয়ে ঐন্দ্রিলা তেড়ে গেলেন অঙ্কুশের দিকে। তাড়িয়ে তো দিলেনই। উল্টে  গালমন্দও করলেন।

হোক না সে যত কাছেরই মানুষ, এই সময় কাছে আসা যে ‘নৈব নৈব চ’, সে বার্তাই দিতে চেয়েছেন জুটি। এই যেমন ঐন্দ্রিলা বলছেন, “আমার যদি করোনা ভাইরাস হয় কে দেখবে?” সত্যিই তো। প্রেম তো পালাবে না। বরং ‘হু’-এর নির্দেশ মেনে এই কয়েকটা দিন না হয় হয়ে যাক খানিক ‘বিরহ যাপন’।

দেখেনিন সেই ভিডিও- 

Ad Code