SER-10,ময়নাগুড়ি, ২২ এপ্রিলঃ কোভিড ১৯ মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। লক ডাউন থাকলেও পৃথিবীকে বাঁচাতে বদ্ধ পরিকর সমাজসেবীরা।
বুধবার ২২ এপ্রিল অর্থাৎ পৃথিবী দিবস। যেহেতু লকডাউন তাই নিজেদেরকে গৃহ বন্দি রেখে নিজের বাড়িতেই বৃক্ষ রোপন করলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের একটি স্বেচ্ছাসেবি সংগঠন ' প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন'। প্রয়াসের পক্ষ থেকে জানা যায় সংগঠনের সকল সদস্য-সদস্যা গত বুধবার পৃথিবী দিবসে নিজের বাড়িতে পৃথিবী দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেন এবং পৃথিবী দিবসের দিন বাদ দিয়েও আগামী এক সপ্তাহ সকল মানুষকে বৃক্ষরোপণ করার বার্তা প্রদান করেন।
করোনা আবহে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃক্ষ রোপণের কাজকে প্রশংসা করেছেন ময়নাগুড়ির পরিবেশ প্রেমীরা।
Social Plugin