লকডাউনে মুক্তি পাবে  রিয়েল ফেক


চারিদিকে লকডাউনে সবাই গৃহবন্দী। বলতে পারেন সবাই ভীত এখন বর্তমান পরিস্থিতি নিয়ে। কারন মারন ভাইরাস করোনার কবলে সারা পৃথিবীর মানুষ অসহায়। কিন্তু এই গৃহবন্দীতে কি ক্রিয়েটিভ মানুষদের কে আটকে রাখা যায়। ক্রিয়েটিভ মানুষরা বাড়িতে বসে তাদের ক্রিয়েটিভ কাজ উপহার দিচ্ছে মানুষদের।


হ্যাঁ, পরিচালক অঞ্জন বিশ্বাস(কুটু) এর পরিচালনায় মুক্তি পাবে বর্তমান পরিস্থিতির উপরে একটি শর্ট ফিল্ম। নাম "রিয়েল ফেক"। তিন বন্ধুর গল্প। সংসারের দ্বায়ভার যাদের কাঁধের উপর। বলতে পারেন তাদের উপার্জনে চলে সংসারের গাড়ি। কিন্তু এমন সময় সমাজে দেখা যায় এক মারন রোগ করোনা। কি করবে তারা? পারবে কি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে? নাকি সমাজ তাদের নিয়ে যাবে অন্য মোহনায়? এই সব কিছু নিয়ে গল্প "রিয়েল ফেক"। ছবিতে অভিনয় করেছেন অরিন্দম ব্যানার্জি, সুবীর কোটাল, ইন্দ্রনীল চ্যাটার্জি, নন্দিনী দত্ত, সুপ্রভাত মুখার্জি, সুরজিৎ প্রামাণিক, মধুমিতা তা, অভিজিৎ দাস, স্বর্ণালী সাধুখা।ছবিটি মুক্তি পাবে A Bong Binodon ইউটিউব চ্যানেলে।