Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন পালনে ব্যর্থ মমতা সরকার, আধাসেনা চাইলেন রাজ্যপাল!



    লকডাউন নিয়ে কেন্দ্র যখন রীতিমতো কঠোর পদক্ষেপ নিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ১০০ শতাংশ ব্যর্থ লকডাউন পালনে। এই অভিযোগ তুলে রাজ্যপাল জগদীপ ধনকড় পশ্চিমবঙ্গে আধাসেনা নামানোর দাবি জানিয়ে ট্যুইট করলেন।

    কয়েকদিন আগেই লকডাউন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কড়া বার্তা এসেছিল রাজ্য সরকারের কাছে। আজ সেই পথে হেঁটেই রাজ্যপাল ট্যুইট করে বললেন সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখতে ১০০% ব্যর্থ রাজ্য পুলিশ।একাধিক জায়গায় জমায়েত দেখা যাচ্ছে, বিশেষত একটি ধর্মের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। তাই তাঁর দাবী রাজ্যে পরিস্থিতি সামাল দিতে আধাসেনা নামিয়ে কড়া হাতে লকডাউন বজায় রাখা হোক।

Ad Code