Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সঙ্কটে ক্ষুধার্তদের সহযোগিতায় কোহলি-ডিভিলিয়ার্স


ক্রোড়পতি ক্রিকেট লীগ আইপিএলের আরসিবি এর সহযোদ্ধা বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স করোনা মহামারীতে ক্ষুধার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন 2016 আইপিএল নকআউট ম্যাচের ব্যাট, জার্সি এবং গ্লাভস অনলাইনে নিলামে তুলবেন এবং সাহায্য করবেন দরিদ্র মানুষ ও এমন কোনো সংস্থায় যারা বর্তমান কঠিন পরিস্থিতিতে অসহায়দের খাদ্যের যোগান দিচ্ছে।

2016 সালের 14 মে আরসিবি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 248/4 রান তুলে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে 144 রানে জয়লাভ করে। সেই ম্যাচে ডিভিলিয়ার্স করেন 52 বলে অপরাজিত 129 এবং কোহলি করেন 55 বলে 109 রান। সেই ম্যাচের ব্যাট, জার্সি এবং গ্লাভস নিলমে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

ইনস্টাগ্রামে ডিভিলিয়ার্স কোহলি কে বলেন,"গোটা বিশ্বজুড়ে ক্ষুদা আমাকে কষ্ট দিচ্ছে, তারা খাবার পাচ্ছে না। এর থেকে খারাপ কিছুই হতে পারে না। তাই আমি এই বিয়টিকে সমর্থন করছি। এটাই আমার বাকি জীবনের লক্ষ্য হবে।" তিনি এরই বলেন,"2016 সালের সেই ম্যাচে আমরা দুজনেই সেঞ্চুরি পেয়েছিলাম। আমরা দুজনেই সেই ম্যাচের ব্যাট এবং জার্সিতে সই করে অনলাইন নিলামে তুলবো। এর থেকে পাওয়া অর্থ করোনা পরিস্থিতিতে অসহায়দের খাবার তুলে দিতে সাহায্য করবে।"

Ad Code