Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতার 'স্নেহের পরশ' প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের ১০০০ টাকা


গোটাদেশে করোনার যাবে লকডাউন ঘোষণা হতেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন কর্মসূত্রে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা পরিযায়ী শ্রমিকরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়ে লকডাউন চলাকালীন সেইসব শ্রমিকদের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলেন। সারা দিয়েছিলেন মহারাষ্ট্র, দিল্লির মুখ্যমন্ত্রীরা।

কদিন আগেই মমতা ঘোষণা করেছিলেন পরিযায়ী শ্রমিকরা বাড়িভাড়া দিতে না পারলে তাদের ঘরছাড়া করা যাবে না। তাদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থাও করেছিলেন তিনি। এবার আরও একধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষণা করলেন 'স্নেহের পরশ' প্রকল্পের। এই প্রকল্পে প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের দেওয়া হবে ১০০০ টাকা করে। সোমবার থেকেই অনলাইনে চালু হবে এই পরিষেবা।

Ad Code