Bharat Financial Inclusion Limited Contributes One Crore Rupees to the PM CARES Fund in Fight against COVID-19
30 এপ্রিল, 2020: ভারত ফাইনান্সিয়াল ইনক্লুশনস লিমিটেড (বিএফআইএল) ১ কোটি টাকা অনুদান দিল পিএম কেয়ারস তহবিলে (প্রাইম মিনিস্টার’স সিটিজেন অ্যাসিসটেন্স অ্যান্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড)। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের একশ শতাংশ অধীনস্থ সংস্থা হল বিএফআইএল। কোভিড-১৯ সংক্রমণের কারণে যে অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত সরকার মার্চ মাসে এই তহবিল গড়ে তুলেছিল। গতকাল ২৭ এপ্রিল, নয়াদিল্লির নর্থব্লকের দফতরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন বিএফআইএল-এর প্রতিনিধিরা। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে এই সংস্থা যে ভাবে এগিয়ে এসেছে, তার প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এই অনুদান ছাড়াও, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্নাটকে টেস্টিং কিট, পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট), অন্যান্য স্যানিটেশন সামগ্রীসহ মেডিকেল ইক্যুইপমেন্ট সরবরাহ করতে রাজ্য সরকারগুলিকে অনবরত সাহায্য করেছে বিএফআইএল। ভাইরাস সংক্রমণ থেকে ফ্রন্টলাইন স্বাস্থ্য কর্মীরা নিজেদের কীভাবে সুরক্ষিত রাখবেন সে ব্যাপারে তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থাও করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
বিএফআইএল-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী এমআর রাও বলেন, “একটা অভূতপূর্ব সংকটের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, গোটা বিএফআইএল পরিবার এই সময়ে একাত্ম হয়ে দেশের সঙ্গে রয়েছে। পিএম কেয়ারস তহবিলে এই অনুদানের পাশাপাশি তৃণমূল স্তরে আরও কিছু উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন গ্রাম ও ছোট শহরে আমরা গরিব মানুষদের যথাসম্ভব ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
কোভিড-১৯ এর সংক্রমণের কারণে জনস্বাস্থ্যে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলা করা, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে মজবুত করা এবং ওষুধ প্রস্তুতি ও গবেষণায় গতি আনার জন্যই পিএম কেয়ারস তহবিল গড়ে তোলা হয়েছে।
Social Plugin