১৯২৮ সালে ডুবে যাওয়া জাহাজ নিয়ে গত নয়- দশ দশকে রচিত হয়েছে নানান কাহিনী। জোর কদমে তল্লাশি চালালেও পাওয়া যায়নি খোঁজ। জানা গেছে, ব্রিটিশ জাহাজ 'মানাসু' কানাডার লেক হিউরেনে এক ঝড়ের মুখে পড়ে বেশ কিছু দামী সামগ্রীসহ ডুবে যায় জাহাজটি। প্রাণ হারান ১৬জন।
ইতিহাস বিশেষজ্ঞ ক্রিস কোহলের কথায়, ১৯২৮ এর আগে লেক আন্টারিওতে চলাচল করেছিল 'মানাসু'। মালিক বদলের পর জাহাজটিকে নিয়ে যায় লেক হিউরেনে। 'মাকাসু' নাম বদলে রাখা হয় 'মানাসু'।
৯০ বছর ধরে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি এই জাহাজের। তবে সম্প্রতি, কোহল ও তার সহযোগী আন্টারিওর গ্রিফিথ আইল্যান্ডের কাছে ২০০ ফুট গভীরে এই জাহাজকে আবিস্কার করল।
জানা গেছে, ডুবে থাকা 'মানাসু' জাহাজে পাওয়া যায়নি কোনও প্রানীর দেহবশেষ। তবে জাহাজের ডেকেই পাওয়া গেছে একটি গাড়ি। যা সেই স্থানেই ছিল। জাহাজ ভর্তি ছিল গবাদি পশুতে। ওই গাড়ি ও পশুগুলির মালিক ডোনাল্ড ওয়ালেস এই দুর্ঘটনা থেকে বেঁচে যান।
তবে, কোহল ও তার সহযোগী জানান, জাহাজের ভগ্নাবশেষে কোনও প্রানী বা মানুষের দেহবশেষ পাওয়া যায়নি। রীতিমতো এই ঘটনা রহস্যজনক বলে জানান তাঁরা। আর জাহাজের বুকে গাড়ি যথাস্থানেই তা খুব বিরল ঘটনা।
Social Plugin