Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় গরীবদের খাদ্য বিতরন চিত্রপরিচালক আতিউল ইসলাম এর

সারা পৃথিবী জুড়ে এখন একটাই আতঙ্ক আর তার নাম হল করোনা ভাইরাস। সমস্ত মানুষ মারন রোগ করোনা আতঙ্কে ভীত। সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এদিকে গরীব মানুষদের মাথায় একটাই চিন্তা। খাদ্যের চিন্তা সমস্ত মানুষকে এক ভয়ের মুখে ফেলছে সময়ের পর যত সময় এগিয়ে যাচ্ছে। দেশের সরকার, রাজ্যের সরকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। প্রতিটি মানুষ একে অপরের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। কলকাতা শহরের চিত্রপরিচালক আতিউল ইসলাম গতকাল টালিগঞ্জের হরিদেবপুর এলাকার ২০০ টি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন। তাদের হাতে চাল, ডাল, আলু, তেল খাদ্য সামগ্রি তুলে দিলেন। সকাল থেকে ওই এলাকার গরীব মানুষদের নাম নথিমুক্ত করেন পরিচালক আতিউল ইসলাম। সেই সমস্ত গরীর পরিবারের মুখে একটু হাসি ফোটাতে তাঁর এই ছোট্টো প্র‍য়াস। এর আগেও যেকোনো বিপদের দিনে মানুষের পাশে ঝাঁপিয়ে পরতে দেখা গিয়েছে পরিচালক আতিউল ইসলাম কে।

এ এক যেন অন্য পৃথিবী। সারা পৃথিবীতে যখন মারন রোগ করোনা সবাই কে গ্রাস করার চেষ্টা করছে, সেখানে সমস্ত পৃথিবীর মানুষ এক হয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে জাতি ধর্ম সব ভুলে।

Ad Code