মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন। সেখানে আলাদা করে ডাক্তার, নার্স ও অন্যান্য পরিষেবার যুক্ত সকলের সাথে আলাদা করে কথা হলে তাঁদের কোনোরকম অসুবিধা হচ্ছে নাকি সেটা শুনলেন ও তার প্রতিকার বলে দিলেন সঙ্গে সঙ্গে। 

করোনা নিয়ে সকলে ব্যস্ত থাকায় রক্তের দিকে তাকানো হয়নি। এদিনের বৈঠকে অভিযোগ মেনে নেন মুখ্যমন্ত্রী বলন, রাজ্যে রক্তের একটা সমস্যা হয়েছে সেটা সঠিক। সেই কারণেই এখন পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে রক্তদান করার ঘোষণা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। 

কলকাতা পুলিশ ও প্রতিটি জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে ৫০ প্যাকেট রক্তদান করা হবে। আপাতত পরিস্থিতি বদল হলে তারপরে রাজনৈতিক সংগঠনগুলিকে রক্তদানের ছাড়পত্র দেওয়া হবে।


একই সাথে করোনা মোকাবিলায় কাজ করতে চাইলে, দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

লকডাউন চলাকালিন যাঁরা ভলান্টিয়ার হিসাবে কাজ করতে চান তাঁরা, 03323412600 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

মুখ্যমন্ত্রী জানান- যারা ভলান্টিয়ার হিসাবে কাজ করতে চান তাদের অসংখ্য  ধন্যবাদ। আপনারা  03323412600 নাম্বারে ফোন করে আপনাদের নাম, কি ধরনের কাজ করতে চান তা জানান। আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।