উত্তরের গুণী সুজন চিত্র শিল্পী রথীন্দ্রনাথ সাহা 
শুভাশিস দাশ 


চিত্র শিল্পের সাথে জড়িয়ে যাঁদের স্বপ্ন এবং বেড়ে ওঠা তাঁদের একজন রথীন্দ্রনাথ সাহা । নিছক সখের ছবি আঁকেন না । 
শৈশব থেকেই এই আঁকার প্রতি ছিল অদম্য ঝোঁক । তারপর অংকন শিক্ষার পাঠ নেয়া । 
স্কুল শিক্ষার ফাঁকে ফাঁকে নিজের চর্চা চালিয়ে আজ একজন প্রতিষ্ঠিত শিল্পী । 
অনেক সাহিত্য পত্রিকার প্রচ্ছদ করেছেন এই শিল্পী । 
তিনি গড়ে তুলেছেন উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি । 
চিত্র শিল্পের জন্য পুরস্কার পেয়েছেন অনেক । 
তাঁর আঁকা চিত্র কর্ম আন্তর্জাতিক স্তরে প্রদর্শিত হয়েছে । 
দিনহাটার এই কৃতী চিত্র শিল্পী বহুদূর তাঁর চিত্র কর্মের ডানা মেলুক এই শুভ কামনা রইলো ।