রবীন্দ্রনাথের গানের প্যারডি নিয়ে ক্ষোভ জমা ছিলই, রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব কান্ড সেই ক্ষোভ আরও যেন বৃদ্ধি করে দিল। রাজ্য জুড়ে দাবী উঠলো রবীন্দ্র সঙ্গীতের 'অশ্লীল' প্যারডি নির্মাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের।
মঙ্গলবার বেলেঘাটা থানায় পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বাংলা কৃষ্টি-সংস্কৃতি আঘাত করা, মনীষীদের অপমান করা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিকে বিকৃত করার জন্য অবিলম্বে রোদ্দুর রায়কে গ্রেফতার করার দাবি জানিয়ে এই অভিযোগ করা হয়। এমনকী, কেন এতদিন পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেনি রোদ্দুর রায়ের বিরুদ্ধে, তা নিয়েও সরব হয় পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করার জন্য তার শাস্তি দাবি করেছেন এই সংগঠন।
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।
বাকস্বাধীনতার নাম করে যেভাবে রোদ্দুর রায় বাংলার ভাষা সংস্কৃতিকে বিশ্বের দরবারে অপমান করছে,তা আর চুপ করে মেনে নেওয়া যায় না।পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এভাবেই সোচ্চার হয়ে উঠলেন রোদ্দুর রায়ের বিরুদ্ধে।
তাঁর বক্তব্য, অবিলম্বে যদি এই স্বঘোষিত কবি গায়ক রোদ্দুর রায়কে গ্রেফতার না করা হয়, তবে তারা বড়োসড়ো আন্দোলনে নামবে। এমনকী তারা হুশিয়ারি দিয়েছে , একটা গোটা প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে 'রোদ্দুর রায়-রা'। কেন প্রশাসন তাঁকে এখনও গ্রেফতার করছে না !
বিস্তারিত শুনুন ভিডিওতে -
তাঁর বক্তব্য, অবিলম্বে যদি এই স্বঘোষিত কবি গায়ক রোদ্দুর রায়কে গ্রেফতার না করা হয়, তবে তারা বড়োসড়ো আন্দোলনে নামবে। এমনকী তারা হুশিয়ারি দিয়েছে , একটা গোটা প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে 'রোদ্দুর রায়-রা'। কেন প্রশাসন তাঁকে এখনও গ্রেফতার করছে না !
বিস্তারিত শুনুন ভিডিওতে -
Social Plugin