সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীর মুন্সীরহাটে দুর্ঘটনার কবলে পড়ল একটি বুলেরু। ওকড়াবাড়ী থেকে গোবরাছড়া যাওয়ার রাস্তায় মুন্সীরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এর নীচে পড়ে যায় বুলেরুটি। যা রাস্তা থেকে প্রায় ২২থেকে ২৫ ফুট নীচে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচন্ড দ্রুত গতিতে আসছিল বুলেরুটি। হঠাৎ একটা বিকট আওয়াজ হলে সবাই ছুটে গিয়ে দেখতে পায় গাড়িটি ব্রিজের নীচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীক খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্র, পার্শ্ববর্তী এলাকার মানুষ জড়ো হয়। এলাকা জুড়ে অস্থির পরিবেশের সৃষ্টি হয়।
গাড়ির কাচ ভেঙে উদ্ধার করা হয় চালককে। গাড়িতে চালক একাই ছিলেন। গুরুতর আহত অবস্থায় চালক রাহুল হককে দিনহাটা হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, গাড়িটি পার্শ্ববর্তী নয়ারহাট এলাকার। এই মুহূর্তে এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে।
Social Plugin