pic source: inext live
করোনা আতঙ্ক এখন সারা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দ্যেশে ভাষণ দেন বৃহস্পতিবার। আগামী রবিবার ১৮ ঘণ্টা 'জনতা কার্ফু' পালন করার ডাক দেন তিনি। অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরতে অনুরোধ করেন তিনি। এমনকি, এই বিপর্যয়ের সময় যারা ছুটি না নিয়ে দেশসেবায় অক্লান্ত পরিশ্রম করছেন, তাঁদের ধন্যবাদ জানাতে আহ্বান করেন প্রধানমন্ত্রী। এদিকে, বেশি মানুষের জমায়েত, অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শ দিয়েই চল্লছে কেন্দ্রসরকার। এমনকি সরকারী ভাবে বিভিন্ন এলাকায় মেলার ওপরও নিষেধাজ্ঞা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 

আগামী সপ্তাহের ২৪ মার্চ থেকে উত্তরপ্রদেশেরাম কোট পরিক্রমা আয়োজিত হওয়ার কথা ছিল।তারপরেই তিথি মেনে আয়োজিত হতো রামনবমীর অনুষ্ঠান। কিন্তু করোনা সংক্রমণ রোধে স্থগিত করা হল সেই উৎসব। লক্ষাধিক মানুষের জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত, শুক্রবার জানিয়েছে আয়োজক কমিটি। 

কমিটির সদস্য মহন্ত রাজকুমার দাস বলেন, "রামনবমীর উৎসব চলাকালীন আমরা অনেকগুলো পরিক্রমার আয়োজন করি। যার মধ্যে এই রাম কোট অন্যতম। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ এখন শুধু দেশের না গোটা বিশ্বে মাথাব্যাথার কারণ। আমরাও চাই না, উৎসবে এসে কেউ সংক্রমিত হোক। তাই আপাতত স্থগিত এই উৎসবের আয়োজন।" 

কমিটি অযোধ্যার মানুষদের অযথা বাইরে ঘুরতে এবং সরযূ নদীতে স্নান করতে নিষেধ করেছে।