Latest News

6/recent/ticker-posts

Ad Code

রবিবার রেলেও কার্ফু, মধ‍্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ রেল


প্রধানমন্ত্রী রবিবার সারা দেশে 'জনতা কার্ফু'-র ডাক দিয়েছেন। তার প্রভাব পড়ল রেলেও। ভোর ৪টে থেকে রাত ১০টা বন্ধ থাকবে ট্রেন ৷ রবিবার জনতা কারফিউয়ের ডাক প্রধানমন্ত্রীর আর সেকারণেই পরিষেবা বন্ধ রাখছে রেল ৷ কার্যত একদিনের লক ডাউন কর্মসূচী পালন করতে চলেছে দেশ। কোন শাখায় কতগুলি ট্রেন চলবে, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট শাখা। জরুরি পরিষেবা সচল রাখতে নামমাত্র লোকাল ট্রেন চলবে। বাতিল করে দেওয়া হল ২৪০০টি প্যাসেঞ্জার ট্রেন।

তবে যাত্রাপথে থাকা দূরপাল্লার ট্রেনগুলি সচল থাকবে।

মাঝপথে যদি কোনো যাত্রী থাকতে চায় তবে অপেক্ষাগৃহে থাকতে পারবে। এরজন‍্য, ভিড় এড়ানোর ব‍্যবস্থা করা হবে। সাথে সাথে দেওয়া হবে পানীয় জল। খাবার কিনে নেওয়ার ব‍্যবস্থাও থাকবে। ট্রেন বাতিলের টাকা সহজেই ফেরত দেওয়ার ব্যবস্থা করবে রেল কর্তৃপক্ষ। বিভিন্ন ট্রেনের শাখাগুলি গোটা ব্যবস্থাপনায় নজর রাখবে। কোনও স্টেশনে যাত্রীরা আটকে পড়লে বা ভিড় থাকলে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থাও করা হবে। 






Ad Code