![]() |
Pic source: calcutta high court website |
প্রাথমিক ভুল প্রশ্নের মামলার রায়ের দিকে তাঁকিয়ে হবু শিক্ষকের একাংশ। একের পর এক শুনানির দিন পেরিয়ে গেলেও রায়দান করতে পারেনি কোর্ট। এমনকি দেশের সর্বোচ্চ আদালতে পর্যন্ত পৌঁছেছিল মামলা। আদালত অবমাননার মামলাও হয়েছিল। সুপ্রিমকোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই সমস্ত মামলার শুনানি চলছে। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মামলার নিষ্পত্তি হচ্ছে না কিছুতেই। শুধু শুনানির তারিখ ঘোষনাই চলছে একে একে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
আজ ছিল সেই মামলার শুনানি। জানা গেছে, আজকের মামলার শুনানিতে দুই পক্ষের মধ্যে বেশ প্রশ্ন উত্তর চলতে থাকে। মামলাকারীরা পুনরায় তাঁদের খাতা মূল্যায়ন করার আবেদন জানান এদিন। এদিনেও হল রায়দান। ফলে হতাশ হবু শিক্ষক মহল।
উভয় পক্ষের কথা শুনে আবার ১৮ই মার্চ শুনানির দিন ঘোষনা করেছে কোর্ট। এখন চাকুরি প্রার্থীদের ১৮ তারিখ শুনানির দিকে তাঁকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।
অন্যদিকে,প্রতিভা মন্ডলের কেসের শুনানি হবে আগামী ২৭শে মার্চ। বিশেষজ্ঞ মহল মনে করছে, পর্ষদের মামলার জেরে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি বা অগ্রগতি মুশকিল।
Social Plugin