ফাঁসি এড়াতে মরিয়া নির্ভয়ার অপরাধীরা। চার দোষীর সমস্ত আইনি বিকল্পের পথ বন্ধ বলেই দাবি করছেন আইনজীবীরা। এমন পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে তিন অপরাধী-অক্ষয়, পবন ও বিনয়।
তাদের দাবি, ২০ মার্চের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ চেয়েছে ওই তিনজন। সাম্প্রতিক ইতিহাসে যা নজিরবিহীন। এর আগে দেশের কোনও ধর্ষক ফাঁসি রদের দাবিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বলে খবর নেই।
সোমবারই অক্ষয়ের আরজি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ফলে ২০ মার্চ তাদের ফাঁসি নিশ্চিত। এমন পরিস্থিতিতে নজিরবিহীন পদক্ষেপ করল নির্ভয়ার তিন ধর্ষক।
তবে মুকেশ কেন এই পথে হাঁটল না, তা নিয়ে ধন্দ বেড়েছে। আইনজীবী মহলের একাংশের দাবি, স্রেফ ফাঁসির সাজা বিলম্বিত করার জন্যই এই পদক্ষেপ করা হল। কারণ ধর্ষকদের ফাঁসি অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া অর্থহীন।
2012 Delhi gang rape case: Three convicts have approached the International Court of Justice (ICJ) seeking stay on the execution of their death sentence. The three convicts who approached the ICJ are Akshay, Pawan and Vinay. pic.twitter.com/i4kxdjTMcY— ANI (@ANI) March 16, 2020
Social Plugin