দেশজুড়ে করোনা মোকাবিলায় ২১দিনের লক ডাউন। এই লক ডাউনের জেরে সমাজের দুঃস্থ মানুষেরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। কাজ ছেড়ে ঘরে বসে থাকা মানুষের মুখে দু-বেলা দুমুঠো অন্ন জোগাড়েও হিমসিম খাচ্ছে। মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার তরফ থেকে সেই দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল। পত্রিকার সকল সদস্যের আর্থিক অনুদানে মুক্তবীণা সাহিত্য পত্রিকা এই উদ্যোগ নিয়েছে।
আজ শীতলকুচির পশ্চিম গোলেনাহাটিতে মুক্তবীনা অনলাইন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সমাজের দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী, সাবান ও মাস্ক বিলি করা হয়। সাথে সাথে করোনা সচেতনতার লিফলেট বিলি করা হয়।
মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার সম্পাদক সাবিনুল হক বলেন, "মুক্তবীণা যদিও একটি অতি ক্ষুদ্র সংস্থা তবুও আগামী দিনেও এই রকম সামাজিক কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ আমরা।"
মুক্তবীনা সাহিত্য পত্রিকার এমন উদ্যোগে সমাজের কিছু পরিবারের মুখে এই কঠিন সময়েও হাসি ফুটবে বলে আশাবাদী সকলে।
Social Plugin