মহাকাল মন্দিরে জীবন্ত মহাকাল দেখে খুশি পর্যটকেরা

SER-10,ময়নাগুড়ি, ৭ মার্চ: মহাকাল মন্দিরে জীবন্ত মহাকাল দেখে খুশি পর্যটকেরা। জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির  গভীর জঙ্গলের জাতীয় সড়কের মাঝে রয়েছে মহাকাল মন্দির। বহু মানুষ ও গরুমারা ঘুরতে আসা পর্যটকেরা এই লাটাগুড়ির মহাকাল মন্দিরে পূজো করেন প্রত‍্যেক শনিবার ও মঙ্গলবার। এবং এই দুই দিনে বিভিন্ন যায়গা থেকে আসা পর্যটকদের ভীড়ে জমজমাট হয়ে ওঠে মহাকাল ধামে। সেই মহাকাল মন্দিরে পূজা দিতে এসে স্বয়ং মহাকালের দর্শনে খুশি পুন‍্যার্থী এবং পথ চলতি মানুষ সহ বিভিন্ন যায়গা থেকে ঘুরতে আসা পর্যটকেরা। 

গতকাল শনিবার সকালে এবং দুপুরে প্রায় তিন ঘন্টা হাতির আগমনে চাঞ্চল্য ছড়ালো লাটাগুড়ি জঙ্গলে । বন্ধ যান চলাচল। শুরু হলো জ‍ীবন্ত মহাকাল দেখতে মানুষের উপচে পরা ভীড়।

খবর পেয়ে ছুটে আসে গরুমারা বন‍্যপ্রাণী বিভাগ ও লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, কাল দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি দাতাল হাতি লাটাগুড়ি জঙ্গলের মহাকাল মন্দিরে চলে আসে। এবং প্রায় এক ঘন্টা দাড়িয়ে থাকে মহাকাল ধামের সামনে। এবং এর পরেই শুরু হয় মানুষের উপচে পরা ভীড়। বন্ধ হয়ে যায় মহাকাল ধামের পূজা পাঠ। প্রত‍্যক্ষদর্শী প্রদেশ চন্দ্র রায় ও মধুসূদন রায় বলেন, "বিভিন্ন যায়গা থেকে আসা পুন‍্যার্থীদের পুজোর প্রসাদ খেয়ে ফেলেন হাতিটি। খাওয়ার পর হাতিটি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে  চলে যায়। জীবনে প্রথমবার কোন হাতিকে দেখলাম এভাবে মন্দিরের সামনে এতক্ষণ দাড়িয়ে থাকতে। সত্যি এই অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে। গজরাজের পুজো দিতে এসে স্বয়ং গজরাজের দেখা।" মধুসূদন রায় বলেন, "সত্যি পূজা দিতে এসে স্বয়ং গজরাজের দর্শন পাওয়া ভাগ্যের ব‍্যাপার।"