কাল বিকাল ৫টার পর থেকে লক-ডাউন গোটা পশ্চিমবঙ্গ। চলবে ২৭শে মার্চ পর্যন্ত। করোনা পরিস্থিতি সামাল দিতে একদিনের 'জনতা কার্ফু' আর এদিনেই ঘোষণা লক ডাউনের সিদ্ধান্ত। লক ডাউন হলেও জরুরী কালীন পরিষেবা গুলি পাবেন জনগণ।
দেখে নেওয়া যাক এক নজরে লক ডাউন হলেও কি কি পরিষেবা পাবেন-
- ২৭শে মার্চ রাত ১২টা পর্যন্ত বহাল এই লক-ডাউন।
- বন্ধ থাকবে সকল গণ-পরিবহন (বাস, অটো,টোটো,ট্যাক্সি,এ-রিক্সা)।
- বন্ধ থাকবে সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস (সরকারি ও বেসরকারি), গুদাম।
- সমস্ত রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর অনুরোধ, "নিজের, নিজের পরিবারের, বাংলার লোকের স্বাস্থ্যের কথা চিন্তা করে দরকার না হলে বাইরে বেরোবেন না "।
- খোলা থাকবে রাজ্যের সব রেশন দোকান।
- খোলা রাখতে বলা হলো পাড়ার মুদি দোকান, সবজি, ফল, মাছ,মাংস, পাউরুটির ও নিত্য-প্রয়োজনীয় জিনিসের দোকান।
- হাসপাতালে যাওয়া-আসার জন্যে কলকাতায় ও রাজ্যে চলবে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, এক্ষেত্রে সবরকম সহযোগিতা করবে প্রশাসন।
- খোলা রাখা হবে সব পেট্রল পাম্প।
- খোলা থাকছে ব্যাঙ্ক, এ টি এম।
- চালু থাকছে হোম ডেলিভারি ব্যবস্থা।
সাথে সাথে ৭ জন বা তার বেশি লোক একসাথে এক জায়গায় জমায়েত না হবার অনুরোধ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বারবার।
West Bengal Government today issues order notifies COMPLETE SAFETY RESTRICTIONS wed 1700 hrs March 23 to 2400 hrs March 27 in urban and rural areas indicated in the order. @MamataOfficial #CoronovirusPandemic pic.twitter.com/lvoxCl7ZLQ— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2020
আরও পড়ুনঃ অবশেষে করোনা (কোভিড ১৯) এর প্রতিষেধক আবিষ্কার- দাবী কিউবার
Social Plugin