করোনা আতঙ্কে জর্জরিত বিশ্ব। রাজ্য থেকে কেন্দ্র করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েই চলছে। ৩১শে মার্চ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারা দেশ আজ পালন করছে 'জনতা কার্ফু'।
এরই মাঝে, কাল বিকেল ৪টা থেকে ৩১শে মার্চ পর্যন্ত কলকাতা সহ সকল পুরসভা লক ডাউন হয়ে যাচ্ছে। কেন্দ্রের সঙ্গে মুখ্যসচিবদের বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনে মিলবে শুধুমাত্র অত্যাবশ্য়কীয় পণ্য। পেট্রোপণ্য যেমন ডিজেল, কেরোসিন, ন্যাপথা, সলভেন্ট খাদ্যদ্রব্য, ওষুধের দোকান,প্যাথলজি ল্যাবের মতো অত্যবশ্যকীয় পরিষেবা পাবে সাধারণ মানুষ। সাথে সাথে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, চিকিৎসা, সবজি বাজার, মুদিখানা, গ্যাসের দোকান, ওষুধের দোকান, মাছ বাজার, সরকারি বাস ব্যবস্থা লকডাউনের আওতার বাইরে।
তবে, লকডাউন নিয়ে অযথা আতঙ্ক না হওয়ার বার্তা দিয়েছে প্রশাসন।২১ তারিখ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কোনও যাত্রীবাহী বাস আসবে না এবং যাবে না। পরিবহন দফতরের এই নির্দেশ প্রতিটি জেলার জেলাশাসক, পুলিস সুপার, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারদের পাঠিয়ে দেওয়া হয়েছে।কার্যত আশিংক লক ডাউনের পথে দেশ।
Social Plugin