pic source: TOI
নোভেল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন ব্যক্তিদের নমুনা দ্রুত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য ভবন। কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির দেহ থেকে লালারস সংগ্রহের জন্য প্রয়োজনীয় ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ নামক কিটটি তৈরি করবে রাজ্য সরকার।

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ তৈরি করা হলে দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে বলে দাবি স্বাস্থ্য ভবনের। ইতিমধ্যেই কিট তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সূত্রে জানা গিয়েছে, সেখানে ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ কিট তৈরির যন্ত্র রয়েছে। আগে এখানে সেই কাজ হত। মাঝে তা বন্ধ থাকলেও এই জরুরী পরিস্থিতিতে আবার নতুন করে আরম্ভ করার সিদ্ধান্ত নেওয়া হল।