নিজস্ব সংবাদ একলব্য, ২০ মার্চ ২০১৯ :
কিশামত দশগ্রাম মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ অনুষ্ঠিত হল KPL ( খেরবাড়িহাট প্রিমিয়ার লীগ) এর চূড়ান্ত পর্যায়ের খেলা। খেলায় অংশগ্রহণ করে দিনহাটা আকাশ মেমোরিয়াল সাথে খেরবাড়িহাট কে ডি জি ইউনিট।
প্রথমে ব্যাট করতে নেমে কে ডি জি ইউনিট ২৭৭ রান করে ২ উইকেটের বিনিময়ে। জবাবে দিনহাটা আকাশ মেমোরিয়াল সবকটি উইকেট হারিয়ে মোট ১৩৩ রান তোলে। মোট ১৬ দলের এই একদিবসীয় KPL শুরু হয়েছিল ৮ ফেব্রুয়ারি ২০২০ । আজ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা দেখতে আসা দর্শকের ভীড় ছিল নজর কারার মতো। খেলা শেষে বিজয়ী দলের ক্যাপ্টেন রাজেশ মোদকের হাতে ট্রফি তুলে দেন চন্দ্রশেখর রায় মহাশয়। এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রসিদ শেখ (১৩৭)।
Social Plugin