Latest News

6/recent/ticker-posts

Ad Code

জন্ম ও মানুষ



জন্ম ও মানুষ
জসর আহমেদ ইউসুফ হক 

আর্যরা তখনও সংসার গোছাতে পারেনি,
আমরা একে অপরের ঠোঁট স্পর্শ করতাম।
নির্জ্ঞানলোকে পদচিহ্ন এঁকেছি বিশ্বাসের।
মানুষ খুন করেও একটা দেশ ভুলিয়ে রাখা যায়, 
আমরা একে অপরের পিঠ স্পর্শ করতাম।
আগুনে পুড়ছে পিঠ, বুক ও বিশ্বাসের পদচিহ্ন। 
জন্ম ছুঁয়ে খেলেছিলাম আদম-ইভ খেলা। 
আবার যদি ভুলে যেতে হয় পৃথিবী;
পাপ শরীর নয়, মানুষ হয়েই ফিরে যাব।

Ad Code