আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

যশোডাঙ্গা, আলিপুরদুয়ার :- মহকুমা আইনি পরিষেবা সমিতির উদ্যোগে আলিপুরদুয়ার দুই নং ব্লক এবং টটপাড়া এক নং গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় টটপাড়া এক নং গ্রাম পঞ্চায়েত অফিস পার্শ্বস্থ অনুষ্ঠিত হলো 'আন্তর্জাতিক নারী দিবস'।

আজকে ব্লক অফিস থেকে মহিলাদের নিয়ে একটি ৱ্যালি বের হয় টটপাড়া এক নং গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত। ৱ্যালিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার দুই নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীনিভাস পাতিল ( আই.এ.এস ), যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্রনাথ অধিকারী, ব্লক আইনি সহায়ক শুভাশিস দেবনাথ। ৱ্যালির পর শুরু হয় মূলপর্বের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিল আলিপুরদুয়ার মহকুমা আইনি পরিষেবা সমিতির সম্পাদক বিজ্ঞান বোস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( ফার্স্ট কোর্ট ) নৌশিন আনজুম, অ্যাডভোকেট গোপা কুন্ডু, ইন্দ্রানী রায়, টটপাড়া এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান দ্যুৎকুমার রায় সহ অন্যান্য আধিকারিকগন।

আন্তর্জাতিক নারী দিবসে  মহকুমা আইনি পরিষেবা সমিতির সম্পাদক বিজ্ঞান বোস বলেন "প্রায় অর্ধশতাব্দী পর ১৯০৮ খ্রিষ্টাব্দে জার্মানিতে এ দিনটি স্মরণে প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯১০ খ্রিষ্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে প্রায় ১০০ জন নারী প্রতিনিধি এতে অংশ নিয়েছিলেন। এ সম্মেলনেই প্রথমবারের মতো প্রতি বছরের ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করার প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাবে সাড়া দিয়ে ১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস পালিত হয়। বাংলাদেশে ১৯৭১ সাল থেকেই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ খ্রিষ্টাব্দে জাতিসংঘ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের আহ্বান করলে এর পর থেকে সারা বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।" তাছাড়া তিনি মহিলারা কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা পাবেন তা অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।