করোনা সংক্রমন রুখতে একের পর এক পদক্ষেপ নিয়েই চলছে সরকার। দেশের বিভিন্ন শহর লকডাউন করা হয়েছে। এর মাঝেই করোনা সংক্রমন মোকাবিলায় গুরুত্বপূর্ন পদক্ষেপ নিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
রবিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় শিক্ষকদের মাধ্যমিকের উত্তরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ জারি করেন।
রবিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় শিক্ষকদের মাধ্যমিকের উত্তরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ জারি করেন।
নির্দেশিকায় বলা হয়েছে, নোভেল করোনা ভাইরাস সংক্রমনের জেরে সাম্প্রতিক পরিস্থিতিতে মূল্যায়নকারী শিক্ষকদের আপাতত উত্তরপত্র জমা দিতে যেতে হবে না প্রধান পরীক্ষকদের কাছে। তেমনই প্রধান পরীক্ষকদেরও উত্তরপত্র জমা দিতে হবে নামধ্যশিক্ষা পর্ষদে। পরবর্তী নির্দেশ যখন দেওয়া হবে তখন উত্তরপত্র জমা করতে হবে। এই অতিরিক্ত সময়ে পুনরায় যথাযথভাবে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। যেকোনো সময় উত্তরপত্রগুলো জমা করার নতুন নির্দেশিকা জারি হতে পারে।
অপরদিকে কাউন্সিলের সভাপতি ড. মহুয়া দাস একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী ৩১ মার্চ পর্যন্ত উত্তরপত্র সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ থাকবে।
অপরদিকে কাউন্সিলের সভাপতি ড. মহুয়া দাস একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী ৩১ মার্চ পর্যন্ত উত্তরপত্র সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ থাকবে।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে APGTWA শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- " আমরা এই দাবী জানিয়ে ইতিমধ্যে আবেদন জানিয়েছি। পর্ষদ ও সংসদের এই সিদ্ধান্তে আমরা খুশি। আগামী দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ রাজ্যবাসী এবং দেশবাসীকে ভিড় এড়িয়ে চলার জন্য প্রয়োজনে সম্পূর্ণরূপে লকডাউন করতে হবে। লকডাউন করার ফলে কোরনা সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা সহজ হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। সেইসাথে সমাজের প্রত্যেকটি ব্যক্তির উদ্দেশ্যে আমাদের অনুরোধ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে প্রচারিত স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য জানানো হচ্ছে তা যেন মেনে চলেন।" অযথা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার বার্তাও সংগঠন দেয়।
Social Plugin