দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা!

মৃগাঙ্ক সরকার, দিনহাটাঃ আজ দোলপূর্নিমার উপলক্ষ্যে বিভিন্ন স্থানে বসন্ত উৎসব এবং তাকে ঘিরে রঙ খেলার নানা চিত্র দেখা গেছে সোশাল মিডিয়ায়। অন্যদিকে বিশ্বভারতীতে করোনা ভাইরাসকে ঘিরে আশঙ্কা থাকায় তারা স্থগিত রেখেছে বসন্ত উৎসব।


এই সবকিছুর মাঝেও যারা নিজেদের আপনজনদের থেকে কাজের সূত্রে দূরে কিংবা অন্য কোনো কারণে প্রথাগত রংখেলা সম্ভব হয়নি তাদের মধ্যে ডিজিটাল রঙ খেলার মতো এক অন্যরকম চিত্র ফুটে উঠলো সোশাল মিডিয়ায়।

সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই এ বছর অনেক পরীক্ষার্থীর পক্ষেই বাড়ির বাইরে গিয়ে রঙখেলা হয়ে ওঠেনি। তাই তাদের কাছে এই ডিজিটাল হোলি যেনো এক অনন্যোপায় হয়ে উঠেছে। শত বাধা সত্ত্বেও সকলেই নিজেদের মানুষের কাছে দূরত্বকে ছাপিয়ে মেতে উঠেছে ডিজিটাল হোলির উৎসবে। সোজা বাংলায় যেটাকে বলা হয় দুধের স্বাদ ঘোলে মেটানো। আর এবার এই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।