সাবেক ছিটমহলবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ডাক্তার অজয় মন্ডল

দিনহাটা: করোনা সংক্রমণ রোধে সারাদেশ ব্যাপী ২১দিনের লক ডাউন ঘোষণা করা হয়েছে।কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আর্থিক ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়ার ঘোষণা করা হলেও সাধারণ মানুষের হাতে তা এখনো না পৌছানোয় দিন এনে দিন খাওয়া মানুষদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। সেই সব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটা বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল।

দিনহাটা কৃষিমেলার অস্থায়ী বাসস্থানে অবস্থানরত সাবেক ছিটমহল বাসিন্দাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটার বিশিষ্ট  ডাক্তার অজয় মন্ডল। সাথে উপস্থিত ছিলেন- আজিজুল হক , পি চন্দ , মনোজ দে , অজয়  , শিবু শর্মা , রাজু রায় , মৃগাঙ্ক সরকার প্রমূখ।

তিনি আজ ৭০টি পরিবারকে ৫ কেজি করে চাল,২কেজি করে আলু,ডাল ও আরও প্রয়োজনীয় সামগ্রী দেন।এই সাহায্য পেয়ে ছিটমহলের বাসিন্দারা অনেকে স্বস্তির নিশ্বাস ছাড়েন।

বিস্তারিত ভিডিওতে-