সোমবার বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ওইদিন; সর্বদলীয় বৈঠকের পরেই সিদ্ধান্ত হয়ে যাবে; পুরভোট কবে।পুরভোটের দিনক্ষণ স্থির করার আগে সোমবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।

আগামীকাল বেলা ৩ টেয় স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকা হয়েছে; রাজ্য নির্বাচন কমিশন দফতরে। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বৈঠকে সভাপতিত্ব করবেন। কমিশন সূত্রে খবর ১০ টি জাতীয় এবং আঞ্চলিক স্তরের দলকে ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি ছাড়াও জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, আর.এস.পি, সিপিআই, সিপিআইএম সহ দলগুলিকে বৈঠকের জন্য ডাকা হয়েছে।

তবে জানা গেছে দিনহাটা পৌরসভা নির্বাচনে অনেক কাউন্সিলর সংরক্ষিত আসনের জন‍্য নিজেদের ওয়ার্ডে ভোটে দাঁড়তে পারছেন না।

আসন্ন পৌরসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক সংরক্ষিত আসন গুলি হল- ১নং ওয়ার্ড মহিলা,২নং ওয়ার্ড সাধারণ,৩নং ওয়ার্ড মহিলা,৪নং ওয়ার্ড সাধারন,৫নং ওয়ার্ড সাধারন,৬নং ওয়ার্ড তপশিলী (SC),৭নং ওয়ার্ড মহিলা,৮নং ওয়ার্ড সাধারন,৯নং ওয়ার্ড সাধারন,১০নং ওয়ার্ড মহিলা,১১নং ওয়ার্ড সাধারন,১২নং ওয়ার্ড সাধারন,১৩নং ওয়ার্ড মহিলা,১৪নং ওয়ার্ড তপশিলী,১৫নং ওয়ার্ড সাধারন এবং ১৬নং ওয়ার্ড সাধারন।

গত পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে জয়ী হন জয় ঘোষ।এবার মহিলা সংরক্ষিত সিট হওয়ায় দাড়াতে পারবেন না।৭নং ওয়ার্ডে জিতেছিলেন শুভময় চক্রবর্তী।তিনি ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন।এবার সিট টি মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি দাড়াতে পারছেন না।১৪নং ওয়ার্ড থেকে জিতেছিলেন অসীম নন্দী।এবার আসনটি তপশিলীর  জন্য সংরক্ষিত থাকায় তিনি দাড়াতে পারবেন না।