![]() |
প্রতিকী ছবি pic source: world luxury association |
ভারতসহ সারা বিশ্ব করোনা আতঙ্কে জর্জরিত। সারা বিশ্বের লক্ষাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস থেকে রেহাই পেতে মাস্কের বাজারও বেশ রমরমা। করোনাভাইরাস থেকে বাঁচার উপায় শুনতেই সবাই ব্যস্ত হয়ে পড়ে জানতে। জানেন কী সেই উপায়? দাড়ি কামালেই করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে বাঁচানো সম্ভব!
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ সংস্থা সিডিসি (Centers for Disease Control and Prevention)এর নির্দেশিকা অনুযায়ী, দাড়ি কামিয়ে ফেলতে শুরু করেন আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এনিয়ে একটি সচিত্র নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে বলে খবর।
মূলত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমে ব্যাক্টেরিয়া, ছত্রাক ও ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল ওই সচিত্র নির্দেশিকা। তবে তথ্যটি ভুয়ো। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে কখনোই করোনার প্রকোপ থেকে বাঁচা সম্ভব নয়।
এই ভাইরাসের ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনো। তবে কিছু বিশেষ বিধি নিষেধের কথা বলা হয়েছে যা মেনে চললে করোনা থেকে রেহাই পাওয়া সম্ভব।
নিয়ম
- কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভাল করে হাত ধুতে হবে।
- ভাল করে হাত না ধুয়ে চোখে, মুখে বা নাকে হাত দেওয়া যাবে না।
- অসুস্থ থাকলে বাড়িতেই থাকার চেষ্টা করুন এবং চিকিত্সকের পরামর্শ মেনে চলুন।
- হাঁচি-কাশি বা সর্দির সময় রুমালের বদলে টিস্যু ব্যবহার করুন।
- নিজেকে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন।
- উপযুক্ত মাস্ক ব্যবহার করুন।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin