করোনা সংক্রমণে জেরবার বিশ্ব। করোনা উপসর্গ দেখা দিলে তা পরীক্ষা- নিরীক্ষা করে করোনা সংক্রমণ হয়েছে কিনা নিশ্চিত করতে ২দিন সময় লেগে যায়। এবার, বোধ হয় হতে চলেছে প্রতীক্ষার অবসান। মার্কিন সংস্থা অ্যাবট ল্যাবরেটরিজ দাবি করেছে তাদের অত্যাধুনিক পরীক্ষায় মাত্র ৫ মিনিটেই জানা যাবে করোনা সংক্রমণ হয়েছে কিনা। এর ফলে খুব অল্প সময়েই নির্ণয় করা যাবে এই মারন ভাইরাসের অস্তিত্ব। 

সংস্থার দাবি অনুযায়ী, ছোট টোস্টারের আকারের এই নতুন যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে। পাশাপাশি যন্ত্রটি আকারে ছোট হওয়ায় সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। করোনা হয়েছে কিনা তা জানতে সময় লাগবে শুধুমাত্র ৫মিনিট। 

অ্যাবট ল্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ইতিমধ্যেই মার্কিন খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (FDA) করোনা ভাইরাস শনাক্ত করতে সক্ষম করোনা সংক্রমণ পরীক্ষার জন্যে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই যন্ত্রের মাধ্যমে করোনা আক্রান্ত কিনা তা ৫ মিনিটেই জানা যাবে। আবার, কারোর দেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলেও তা মাত্র ১৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিতে সক্ষম ওই যন্ত্রটি। 
বর্তমানে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে দিন-রাত এক করে খেটে চলেছেন বিজ্ঞানীরা। পাশাপাশি এই ভাইরাসকে চিহ্নিত করার জন্যে পরীক্ষা-কিটও তৈরির চেষ্টা চলছে। 

বর্তমানে, একজন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে কম করে দু'দিন বা তারও বেশি সময় লাগছে। তবে এই যন্ত্রের মাধ্যমে ৫ মিনিটে জানা গেলে তা অন্তত উপকারী হবে।